বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
আফরোজা বেগম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃঃ
রংপুরের বদরগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া হলো না সিরাজুল ইসলাম(১৬) নামে এক ছাত্রর। ৩১ জানুয়ারি বুধবার দুপুরে স্কুল থেকে প্রবেশপত্র নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। সে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। ওই দুর্ঘটনার শিকার তার অপর দুই বন্ধু মিলন ও রোকনের পরীক্ষা দেয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। তারা আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওরা তিন বন্ধু গতকাল বুধবার বদরগঞ্জ মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে একটি মোটর সাইকেল যোগে নিজ বাড়ি ফেরার সময় বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ফাটকের ডাঙ্গা এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃতঃ ঘোষনা করেন। রোকন ও মিলনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ডা. রাজিব-উদ-দৌলা বলেন, পথেই সিরাজুল ইসলামের মৃত্যু ঘটেছে।
এদিকে বদরগঞ্জ মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক সরকার বলেন, ‘সিরাজুল ইসলাম ভোকেশনালের ছাত্র হিসেবে ভালই করেছিল।’