মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ডাকে প্রথম প্রতিরোধ গড়েছিলেন রাজারবাগের পুলিশরা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে রাজারবাগের পুলিশরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ঘোষণার আগেই পাকিস্তানি হানাদার বাহিনীরা অপারেশন সার্চলাইটের নামে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই অভিযানটির একটি অংশ এসে রাজারবাগে অবস্থান করেছিল। আপনারা জানেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ৭ মার্চ ঘোষণা দিয়েছিলেন, ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে।’

কামাল বলেন, ‘যথার্থভাবেই এই রাজারবাগের পুলিশরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ডাকে সাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়ে ছিলেন, প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এ জন্যই আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেদিন রাজারবাগের যারা শাহাদাত বরণ করেছিলেন।’

এর আগে ২৬ মার্চ বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় শহীদ পুলিশদের স্মরণে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com