বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথি আসন অলংকারিত করেন ফ্রান্সে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইন। জনাব আবুল কাশেম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন। মঞ্চে উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহম্মদ, অল ইউরোপীয়ান আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি বৃন্দ যথাক্রমে মোঃ শাহেদ আলী, কামরুল হোসেন বকুল, সৈয়দ ফয়সাল ইকবাল হাসমী,নাছির চৌধুরী, জাকির হুসেন ভূঁইয়া, শাহজাহান রহমান, শেখ শাহজাহান সারু, শাহজাহান শাহী,আজম খান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ যথাক্রমে রানা চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী,এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন,মিজান সরকার। সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জান, আলী আহেম্মদ জুবাইয়ের, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির আহম্মদ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রবিউল হাসান, বাণিজ্য বিষয়ক সম্পাদক আকরাম হোসেন মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক তরিকুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলী আক্কাস,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাক সাইফুল ইসলাম দুলাল,উপ প্রকাশনা সম্পাদক মুনসুর আহম্মদ। ফ্রান্স ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, আওয়ামী লীগ নেতা জাহিনুর রহমান সুমন, রানা রহমান সহ আরো অনেকে। সভার শুরুতে বঙ্গবন্ধু সহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কোরআন থেকে তেলোয়াত করেন বাবলু চৌধুরী, গিতা পাঠ করেন বাসু দেব গোস্বামী, বাইবেল পাঠ করেন রবি রোজারীয়। সভা শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রিপন দেবনাথ ও রুমানা আহাম্মেদ এর দ্বৈত পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।