সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ বিগত ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সবচেয়ে বেশী ক্ষতি করেছে জাতায়াতকে। ১০ জনকে খুন করেছে একজনকে মহান আল্লাহ বাঁচিয়ে রেখেছে তিনি হলেন আজহারুল ইসলাম। দেশ স্বাধীন হয়েছে ৬ মাস পার হলো অথচ ফ্যাসিবাদের বোঝা এটিএম আজাহরুল ইসলামের গাড়ে রয়ে গেল।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কারাগার থেকে এক এক করে বের হয়ে গেলেন অথচ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল এটি এম আজহারুল ইসলাম এখনো অন্ধকার ঘরে রয়ে গেলেন।
তিনি দীর্ঘ ২৮ বছর পর ২২ ফেব্রুয়ারী (শনিবার) সকালে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ মাঠে জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক গণসমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান আর বলেন, তিনি ২০২৪ দেশে স্বাধীন হয়েছে শত শত ছাত্র ভাইদের তাজা রক্তের বিনিময়ে অথচ একটি গোষ্ঠি দেশে সন্ত্রাসী, চাঁদাবাজীতে মেতে উঠেছে আমি বলবো তারা কোন দলের কোন গোষ্ঠী তা জানার বিষয়ে নয় দয়া করে এ গুলো ছেড়ে দেন। শহীদদের রক্তকে অপমানিত করবেন না। তিনি আরও বলেন যারা সব করছে তাদের প্রতি অনুরোধ করছে মহান আল্লাহ আমরা যা নির্ধারিত করেছে রেখেছেন তা আমরা সবাই ভাগ করে খাবো তবু কোন অপকর্ম করোনা। চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও মানুষকে কষ্ট দিও না।
ফ্যাসিবাদের বোঝা এখনো আজহারুল ইসলামের গাড়ে: ডা: শফিকুর রহমান
জেলা শাখার সভাপতি মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক হোসেন নুর নবীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাসুম, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরাম ডা. আনোয়ারুল আযিম প্রমুখ।
এর আগে ভোর থেকেই দলীয় নেতাকর্মীগণ বিভিন্ন এলাকা থেকে আশা করে। গণসমায়েত কেন্দ্র করে মাঠ কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। শহরের চলাচালের অধিকাংশ রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেকে মাঠে স্থান না পেয়ে রাস্তায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রিয় নেতৃবৃন্ধের বক্তব্য শুনেন।