শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

ফের হাসনাত ও সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা

ফের হাসনাত ও সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে আবারও ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম থেকে ফেরার পথে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় তাদের গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ব্রিজের দিকে একটি ট্রাক আবারও হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়।

এতে গাড়ির ক্ষতি হলেও হাসনাত ও সারজিস সুস্থ আছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com