মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-মাওয়া-বরিশাল মহাসড়কের পূর্ব হাসামদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক আবুল হোসেন (৩৫) ভাঙ্গার পাচকুল মালিগ্রামের বাসিন্দা, খাদিজা বেগম (৩৩) ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলাম স্ত্রী। নিহত অন্যদের পারিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে ঢাকাগামী একটি বাস মালিগ্রাম থেকে আসছিল। পথে পূর্ব হাসামদিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তিনজন।
তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।