সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন

ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের সাথে কর্মশালা

এস এম মনিরুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি::
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ফরিদপুরে কমর্রত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। ১৭ জানুয়ারী বুধবার সকালে শহরের কমলাপুর এলাকার এনজিও ফোরামের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আবু রেজাউল করিম। রূপান্তের পরিচালক মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অনুপ রায়, নির্মল মজুমদার, আসমা আক্তার মুক্তা, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, আতম আমীর আলী, এস এম তমিজউদ্দিন তাজ প্রমুখ।বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মানুষকে সচেতন এবং সরকারি ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সহযোগিতা নিতে হবে। তারা বলেন, মানবপাচার ও চোরাচালান রোধে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি করতে হবে। এর আগে নিরাপদ অভিবাসন প্রক্রিয়ার বিষয়টি পটগানের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution