সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে’র ফতুল্লার একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ৯ ফেব্রুয়ারী শুক্রবার সকালে পাগলা ভিয়াইপি জেটি সংলগ্ন ঢাকা-পাগলা রোডে এ সংঘর্ষেও ঘটনা ঘটে। তবে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও মারাত্মকভাবে আহত হননি কেউ। প্রাইভেটকারের চালক আশিকউল্লাহ শৈশব (২১) সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। প্রাইভেটকারের ডাইভার আতিক (২৭) বলেন, আমি আমার গাড়ি নিয়ে সোজা লাইনেই ছিলাম, ট্রাকটি একটি অটো ওভারটেক করতে গিয়ে গাড়ির সাথে সংঘর্ষ ঘটায়।
এ সময় ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাইলে তার খোঁজ পাওয়া যায়নি।
ঘটনাস্থলে ফতুল্লা থানার টহলরত পুলিশ এসে ঘটনা পরিদর্শন করেন। সাব ইন্সপেক্টর সাইফুর রহমান বলেন, উভয় মালিকপক্ষ থেকে সমঝোতার কথা বলা হচ্ছে। কেউ হতাহত না হওয়ায় ও উভয় পক্ষ সমঝোতায় রাজি বিধায় ঘটনাটি মামলা পর্যন্ত যাবে না।