শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রতারণার অভিযোগে ৫ বিদেশি ফুটবলারসহ গ্রেফতার ৭

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রতারণার অভিযোগে পাঁচ নাইজেরীয় ফুটবলারসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির সহকারী কমিশনার শারমিন জাহান বলেন, ওই বিদেশিরা ফুটবলাররা হিসেবে বাংলাদেশে এসে বিভিন্ন ধরনের প্রতারণা ও অপরাধে জড়িয়ে পড়েছে বলে তথ্য আছে। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com