সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে গুদামের মালামাল লুটের চেষ্টা কালে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনের মালামাল লুটের সময় তাদের আটক করে পুলিশে দেয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল উদ্দিন (৪০), পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯), উপজেলার ভান্নারা এলাকার সোনামিয়ার ছেলে তুষার মিয়া (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্কেটের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত ৭ টি পিকআপ নিয়ে প্রবেশ করে। পরে গোডাউনের বিভিন্ন মালামাল পিকআপে তোলার সময় স্থানীয় লোকজন তাদের ৪ জনকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির রাত্রিকালীন টহল পার্টি এস আই ফজলু ও এস আই সামাদ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্কেটে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।