শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

পাকিস্তানে সহিংসতায় নিহত ৫, ইসলামাবাদে সেনা মোতায়েন

পাকিস্তানে সহিংসতায় নিহত ৫, ইসলামাবাদে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আন্দোলনে পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য। এই উত্তাল পরিস্থিতে রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। খবর জিও নিউজের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে ২৪৫ ধারায় সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের লৌহহস্তে মোকাবেলায় সহায়তা করার অনুমতি দিয়েছে। প্রজ্ঞাপনটি অনাচার রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতা দিয়েছে সেনাবাহিনীকে।

সূত্র বলছে, নিরাপত্তা বাহিনীকেও দুর্বৃত্ত এবং সমস্যা সৃষ্টিকারীদেরকে গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। তারা বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চরমপন্থিদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব দুর্বৃত্তকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছে।

শ্রীনগর হাইওয়েতে একটি মর্মান্তিক ঘটনার পরে এই সিদ্ধান্ত আসে, যেখানে পিটিআই রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছিল বলে জানা গেছে, যার ফলে দুই পুলিশ অফিসারসহ চারজন রেঞ্জার নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলায় এ পর্যন্ত চারজন রেঞ্জার এবং দুইজন পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে।

১০০টিরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

পিটিআই সমর্থকরা রাজধানীর ডি-চকে জড়ো হওয়ার এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার জন্য তাদের কারাবন্দি দলের প্রতিষ্ঠাতার আহ্বানে ফেডারেল রাজধানীতে প্রবেশ করেছে। অন্য ইস্যুগুলোর মধ্যে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি দলটি চায়।

কেপি সিএম আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে পিটিআই বিক্ষোভকারীদের কনভয়কে আটকাতে গত দুই দিন ধরে ফেডারেল রাজধানীতে একটি নিরাপত্তা লকডাউন জারি করা হয়েছে। শহরের মহাসড়কগুলো ব্যারিকেড করা হয়েছে।

সরকার ইসলামাবাদের প্রধান রাস্তা এবং রাস্তাগুলো অবরোধ করতে শিপিং কনটেইনার ব্যবহার করেছে। তাদের বেশিরভাগই দাঙ্গার গিয়ারে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর বিশাল বাহিনী দ্বারা টহল দেয়।

ইমরান খান প্রতিষ্ঠিত দল সাম্প্রতিক মাসগুলিতে ফেডারেল রাজধানীতে একাধিক অনুষ্ঠানে মিছিল করেছে। কর্মীরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com