সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘২০ লাখের বেশি শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করে এবং পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক কর্মসূচি দেবেন। যাতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনও অসুবিধা না হয়।’
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এদিন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রশ্নফাঁস হলে পরীক্ষা বাতিল করা হবে। তবে আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কিনা- তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এমন কিছু করবেন না যাতে ২০ লাখ ছেলে-মেয়ের, আমাদের ভবিষ্যত প্রজন্মের ক্ষতি হয়। তারা (বিএনপি) তো ভালোর জন্য আন্দোলন করেন। তাদের প্রতি অনুরোধ, রুটিন দেখে আন্দোলন কর্মসূচি দিন। রাজনৈতিক-অরাজনৈতিক সবার প্রতি আমার অনুরোধ। কারও কর্মসূচির জন্য যাতে ভবিষ্যতের ক্ষতি না হয়।’