সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
নিখোঁজের ৫ মাস পার হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী গৌতমের (৩৯)। বাবাকে খুঁজে না পেয়ে দুই ছেলে বিদ্যুৎ কুমার মহন্ত, কৃপা চন্দ্র মহন্ত, মেয়ে পুজা রানী মহন্ত ও স্ত্রী লিলি রানী মহন্তসহ পরিবারের সবাই পাগল প্রায়। জানা গেছে, গত বছরের ৮ আগষ্ট সন্ধায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কোটপাড়া গ্রামের নিজ বাড়ী হতে চিরিরবন্দর রেল স্টেশনের দিকে বেরিয়ে গিয়ে এখন পর্যন্ত ফেরত আসেনি। নিখোঁজ মানসিক প্রতিবন্ধী গৌতমের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি বাড়ী হতে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গী ও চেকের টি-শার্ট। তার বাম গালের নীচের অংশে অপারেশনের কাটা দাগ আছে। নিখোঁজ গৌতমের সন্ধান চেয়েছেন তার বড় ছেলে বিদ্যুৎ কুমার মহন্ত । যদি কোন সহৃদয়বান ব্যক্তি প্রতিবন্ধী এই লোকটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা ০১৭৮৪৯৯০৪৮২ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নং-১০৩৩, তারিখ-২৩-০৯-২০১৭ ইং।