শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ২জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় সোনারগাঁ উপজেলার শেখ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে ও ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে সাড়ে ১১ টায় সোনারগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে, তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।
অপরদিকে, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব তদন্ত কেন্দ্র’র ইনচার্জ মো. সেলিম মিয়া।