মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে’র ফতুল্লায় মাসুম পারভেজ (৩০) নামের এক যুবকের চোখ উপড়ে ফেলেছে দুবৃত্তরা। ৩ ফেব্রুয়ারী শনিবার রাতে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর পাগলা এলাকায় এ ঘটনাটি ঘটে। মাসুম পারভেজ কদমতলী থানাধীন মোহাম্মদবাগ সাঝতলা এলাকার আসাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার ছোট পালদিয়া এলাকার আবুল হোসেন মল্লিকের ছেলে। মাসুম পারভেজ জানায়, শনিবার রাতে সে খবর পায় রহমান ও তার লোকজন মাদকের একটি চালান আনছে। তিনি এ খবরটি ডিবি পুলিশের এসআই রবি চরন চৌহানকে জানান। এসআই রবি চরন চৌহান পারভেজকে মাদক ব্যবসায়ীদের গতিবিধি লক্ষ্য রাখতে বলেন। তিনি গাড়ি নিয়ে রওয়ানা দিচ্ছেন বলে মাসুমকে জানায়। মাসুম পারভেজ আকন গলি এলাকায় রহমানকে লক্ষ্য রাখার এক পর্যায়ে রহমান, সজল, এনামুল, আকবর, লিখনসহ অজ্ঞাত আরো ৭/৮ জন অতর্কীত হামলা চালায় মাসুম পারভেজের উপর। এলোপাথারি মারধরের একপর্যায়ে রহমান তার দুটি আঙ্গুল মাসুম পারভেজের দুই চোখে প্রবেশ করিয়ে দেয়। এতে মাসুম পারভেজের ডান দিকের চোখ বেরিয়ে আসে। পরে মাসুম ওই অবস্থায় দৌড়ে পাগলা শরীফবাগ এলাকায় এসে মাটিতে লুটিয়ে পড়ে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. শরফুদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখন পর্যন্ত কিছু জানিনা। তাই জেনে বলতে পারব। ঘটনার সত্যতা জানতে জেলা গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ সুপার মনিরুল ইসলাম’র সাথে কথা বললে তিনি জানান, আসলে সোর্সদের বিষয়গুলো আমাদের অফিসাররা মেইনটেইন করে। তবে বিষয়টি সম্পর্কে জেনে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ হাসান সুমন জানান, আহত মাসুম পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা তার একটি চোখ উপড়ে ফেলেছে।