শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

না.গঞ্জে পৌর মেয়রসহ আটক-২১

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে রূপগঞ্জ কাঞ্চন পৌর মেয়রসহ বিএনপি’র ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারী শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের রুপগঞ্জ কাঞ্চন পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠুর বাবা সোনারগাঁ পৌর বিএনপি’র সহ-সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামছুক হক সরকার, পৌর বিএনপি নেতা আলমগীর, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ওমর ফারুক, সোনারগাঁ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াসিন নোবেলের বড় ভাই সোহেলসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। পাশপাশি তাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগও রয়েছে। একারনে নারায়ণগঞ্জে’র সোনারগাঁয়ে ১০, রূপগঞ্জে ১, অন্যান্য থানা এলাকা থেকে ১০জনসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে। কাঞ্চন পৌর মেয়রকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com