শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা সরকারি গ্রন্থগারের যৌথ উদ্যোগে জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং আনন্দ র্যালির আয়ৈাজন করা হয়। ৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় আনন্দ র্যালির মধ্য দিয়ে শুরু হয় জাতীয় গ্রন্থগার দিবস।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, জেলা ত্রাণ ও পূর্নবার্সন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মজুমদার, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বশির উদ্দিন ও জেলা তথ্য অফিসার সিরাজ উদদ্দৌলা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সরকারি গণ গ্রন্থগারের কর্মকর্তা এম এম মোশারফ হোসেন, কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস ও ইয়ুথ ক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান রনি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।