শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। অাজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, চাপাতি, ছোরাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নজরুল সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নে থাকতেন। তার বাবার নাম সিরাজুল হক। নজরুলের নামে নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও নরসিংদী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও ওসি (অপারেশন) আব্দুর জব্বার জানান, ভোরে ডাকাতির সংবাদ পেয়ে বারদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে শটগানের পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়।

তিনি জানান, নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের আটকের অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com