সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা:: নারায়নগঞ্জের হাজীগঞ্জ ফেরিঘাটে শীতলক্ষ্যা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে সদর থানাধীন হাজিগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর নৌ পুলিশের ইনচার্জ একেএম আমিনুল হক বলেন, আমরা তথ্য পেয়ে হাজিগঞ্জ ঘাট থেকে লাশ উদ্ধার করে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।