মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামের এক নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহানারা বেগম পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
প্রতক্ষ্যদর্শীদের জানিয়েছে, রাতে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।