শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত বৃ্দ্ধার নাম আতুর বানু (৭৭)। সে জালকুড়ি করইতলায় এলাকায় বসবাস করতেন।
বৃদ্ধার নাতি মিরাজ জানান, আমার দাদি সকালে বোনের জন্য নাস্তা নিয়ে আসার সময় জালকুড়ি করইতলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আল মামুন বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এটা শাহাবাগ থানা পুলিশ সুরতহাল করেছে।