বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

নর্থ মেসিডোনিয়ার নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫১

নর্থ মেসিডোনিয়ার নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

রবিবার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোররাত তিনটায় আগুনের সূত্রপাত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুরো ক্লাবে আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানী শহর স্কোপজে থেকে প্রায় একশ কিলোমিটার পূর্বের কোচানি শহরে ক্লাবটি অবস্থিত।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জনপ্রিয় হিপ হপ ব্যান্ড এডিএন-এর কনসার্টের জন্য সেখানে দেড় হাজারের মতো মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কনসার্ট বা বিভিন্ন অনুষ্ঠানে দর্শকের দৃষ্টিনন্দন অভিজ্ঞতার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো আগুনের স্ফুলিঙ্গ তৈরি ও ছড়িয়ে দিতে সক্ষম। সঠিক নিরাপত্তা মেনে চললে এগুলো ব্যবহারে কোনও ঝুঁকি না থাকলেও, কর্মীদের অদক্ষতা বা ভুলের কারণে দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

উপস্থিত দর্শকদের কাছ থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, মঞ্চের পাইরোকিনেটিক ডিভাইস থেকে স্ফুলিঙ্গ সিলিঙে স্পর্শ করে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

এই ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকোভস্কি।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হ্রিসতিজান মিকোসকি। তিনি বলেছেন, একদিনেই দেশ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। এটি তাদের জন্য অত্যন্ত কষ্টের একটা দিন।

তিনি আরও বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় এবং পরিণতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com