মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধিঃঃ রাজশাহী বিশ^বিদ্যালয় পাঠক ফোরামের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারী শুক্রবার এ উপলক্ষে পাঠক ফোরাম চত্বরে একটি মেধা যচাই প্রতিযোগিতা আয়োজন করে সংগঠনটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন। ফোরামের সভাপতি নাঈম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মাসুদুর রহমান, পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসনাত প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ-সভপতি সামিয়া রহমান। পরে দেয়ালিকা প্রকাশনা ও মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার ও দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।