বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নবাবগঞ্জ কার্যালয়ের হলরুমে হাজী ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিভিন্ন উন্নয়ন চিত্র ও বার্ষিক আয় ব্যয় সমবায়ীদের সামনে তুলে ধরা হয়। এসময় বক্তারা, সমবায় আন্দোলনকে বেগবান করা ও সমবায়ীদের কষ্ট লাঘবে সুদ মওকুফ করায় প্রধানমন্ত্রীকে সমবায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালাম, নাসির উদ্দিন পান্নু, জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মোড়ল, মো. আক্কাস আলী প্রমূখ।