শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
নবাবগঞ্জ দোহার প্রতিনিধিঃঃ
ঢাকার নবাবগঞ্জের দুর্গাপুর এলাকায় পূর্ব শক্রতার জের ধরে মো. আমিনুল ইসলামের বিভিন্ন জাতের ৬শ কাঠ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, দুর্গাপুর গ্রামের অধিবাসী হাজী মান্নানের ছেলে মো. অলি উল্লাহ ও তার সহযোগীরা ৭ ফেব্রুয়ারী বুধবার রাতে আমিনুলের জমিতে প্রবেশ করে তার সব গাছ কেটে পালিয়ে যায়। অলি দীঘদিন ধরে মাদকাসক্ত বলে এলাকায় পরিচিত। এ বিষয়ে আমিনুল বলেন, অলি উল্লাহ একজন মাদকসেবী সে মাঝে মাঝে মাদক সেবনের জন্য টাকা দাবী করেন। না দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। বুধবার সে আমার প্রায় ৬ মেহগুনি ও আকাশমনী কাঠের গাছ কেটে ফেলেছে। আমি প্রাণ ভয়ে নবাবগঞ্জ থানায় জিডি করেছি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরির্দশক(এস.আই) আলমগীর হোসেন বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।