শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

নবাবগঞ্জে মাদক বিরোধী সভা

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি::
“মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়–ন” এই স্লোগানের আলোকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর ড্রাগ প্রিভেনশন(এসডিপি) উদ্যোগে মাদক নির্মূলে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার শহিদুল্লা ম্যানসন তৃতীয় তলায় মো. আজহারুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দোহার নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী মানবেন্দ্র দত্ত। এসময় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও দেশকে মুক্ত করতে সকল পেশা ও শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ এবং সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় পাটি যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপপুলিশ পরিদর্শক আরাফাত রহমান. এসডিপি’র উপদেষ্টা জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক টিটু ভূইয়া, আমির হোসেন কুটি, মো, শাহিন খাঁন, মো. আক্কাস আলী, এম.এ মজিদ, সাহিদুল হক খাঁন, সেলিম দেওয়ান, মো, জালাল উদ্দিন, জাকির হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com