রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

নবাবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক॥ ঢাকার নবাবগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম ‘নবাবগঞ্জ চৌরাস্তা এলাকায়। এই স্থানে দীর্ঘদিন ধরে সড়কের দুইপাশে দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালানা করে আসছিল ভাসমান ব্যবসায়ীরা।

একদিকে যেমন যানজট, অন্যদিকে পায়ে হেঁটে চলাচল ও গাড়ি চলাচলে ছিল ব্যাপক ভোগান্তি আর দুর্ভোগ। মাঝে মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করলেও কিছুদিন যাওয়ার পর সেই আগের রূপ ধারণ করে। সড়কের দুইপাশে ফুটপাত দখলে রেখে ব্যবসা করতেন বেশিরভাগ ফল ব্যবসায়ীরা।

অবশেষে সোমবার (৭ অক্টোবর)দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পচিালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। এসময় তিনি নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা হয়ে পোস্ট অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দখলে থাকা ভাসমান দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করেন। কোন দ-াদেশ না দিলেও প্রাথমিকভাবে ভাসমান ব্যবসায়ীদের প্রথমবারের মত সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা। এসময় সহকারী কমিশনার(ভূমি) আসিফ রহমান উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে এই প্রতিবেদককে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, যানজট নিরসনের জন্য এবং মানুষের চলাচলে ভোগান্তি কমাতেই এই অভিযান। চলাচল বিঘœ করে সড়কের পাড় দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। প্রথমদিন তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্র্তীতে কেউ ফুটপাত দখল করে ভাসমান ব্যবসা শুরু করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com