শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

নবাবগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুরে প্রবাসী মো. রায়হান (৩৫)কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহষ্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে স্থানীয় পারভেজ ও মনিরসহ ১০/১২জন তাঁকে রাস্তায় পেয়ে অর্তকিত হামলা করে কুপিয়ে জখম করে। তাঁর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

স্বজনরা জানায়, বৃহষ্পতিবার দুপুরে পারভেজ ও মনিরসহ কয়েকজন রায়হানের পুকুরে মাছ ধরতে যায়। এতে সে বাধা দিলে তাঁর উপর এ হামলা করে। আহত রায়হানকে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

দুবৃর্ত্তরা রায়হানার মাথায় কোপ দিলে সে মাটিতে পড়ে যায়। আঘাতে তাঁর দাঁত ও মাড়ির চোয়াল ভেঙ্গে যায়।

প্রবাসী রায়হানের মামা ইমরান হোসেন বলেন, দুবৃর্ত্তরা প্রায়ই তাঁদের পুকুরের মাছ চুরি করে নেয় ও সেখানে মাদকের আসর বসায়। এসবের প্রতিবাদ করাতেই রায়হানের উপর ক্ষিপ্ত হয়। সেই ঘটনার জের ধরেই তাঁরা আজ ওর উপর হামলা করে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই অজিত কুমার রায় বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের কাউকে পাওয়া যায়নি। মামলা হলে তাঁর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com