শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুরে প্রবাসী মো. রায়হান (৩৫)কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহষ্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে স্থানীয় পারভেজ ও মনিরসহ ১০/১২জন তাঁকে রাস্তায় পেয়ে অর্তকিত হামলা করে কুপিয়ে জখম করে। তাঁর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
স্বজনরা জানায়, বৃহষ্পতিবার দুপুরে পারভেজ ও মনিরসহ কয়েকজন রায়হানের পুকুরে মাছ ধরতে যায়। এতে সে বাধা দিলে তাঁর উপর এ হামলা করে। আহত রায়হানকে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
দুবৃর্ত্তরা রায়হানার মাথায় কোপ দিলে সে মাটিতে পড়ে যায়। আঘাতে তাঁর দাঁত ও মাড়ির চোয়াল ভেঙ্গে যায়।
প্রবাসী রায়হানের মামা ইমরান হোসেন বলেন, দুবৃর্ত্তরা প্রায়ই তাঁদের পুকুরের মাছ চুরি করে নেয় ও সেখানে মাদকের আসর বসায়। এসবের প্রতিবাদ করাতেই রায়হানের উপর ক্ষিপ্ত হয়। সেই ঘটনার জের ধরেই তাঁরা আজ ওর উপর হামলা করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই অজিত কুমার রায় বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের কাউকে পাওয়া যায়নি। মামলা হলে তাঁর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।