রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

নবাবগঞ্জে দুর্নীতি ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে দুর্নীতি ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি:: দুর্নীতি ও মাদককে না বলুন, দুর্নীতি এবং মাদকমুক্ত নবাবগঞ্জ গড়ে তুলুন। এই স্লোগানকে ধারণ করে সোমবার দুপুর ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, কলাকোপা ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্নীতি ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, নিজে দুর্নীতি করবো না। মাদককে না বলবো। দুর্নীতি করতে সহায়তা করবো না। সবাই মিলে দুর্নীতি প্রতিরোধে এক সাথে কাজ করবো।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মোজাম্মেল হোসেন খাঁনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক ছিলেন, কলাকোপা ইউপি চেয়ারম্যান, হাজী ইব্রাহিম খলিল, ব্যবসায়ী আব্দুস সালাম, সমাজ সেবক শহীদুল ইসলাম, জসিম উদ্দিন, নারী নেত্রী মাধুরী বণিক প্রমূখ। সভা শেষে ব্যানার ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা প্রশাসন ভবন, উপজেলা ভূমি অফিস ও উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com