মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃঃ
একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ছাত্রলীগকে আরো বেগমান করার লক্ষে বক্সনগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী বুধবার ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়ন কমপ্লেসের আঙ্গিনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল বাতেন মিয়া। উদ্ভোধক ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য এস.এম সাইফুল ইসলাম।
এ সময় বক্তারা ছাত্রলীগের ইতিহাস তুলেধরে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে নিজ হাতের তৈরী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ ছিলো বলেই আমরা বাংলাভাষা পেয়েছি, ছাত্রলীগ ছিলো বলেই আমরা আজ পেয়েছি স্বাধীন বাংলাদেশ । ছাত্রলীগ এমন একটি সংগঠন যে সংগঠনটির নাম বাংলাদেশের ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বক্তারা আরো বলেন, সামনে গুরুত্ব পূর্ণ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ছাত্রলীগের অনেক ভুমিকা রাখতে হবে। বক্সনগর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটিতে যারা যায়গা পাবেন তাদের সকলকে হুশিয়ারী দিয়ে সাবেক ছাত্রলীগ নেতারা বলেন, চারো দিকে ছাত্রলীগের অনেক দূর্ণাম ছরিয়ে পড়েছে। তাই ছাত্রলীগকে পরিচ্ছন্ন হতে হবে। অবশ্যই সকল প্রকার লোভ-লাসসা ছাড়তে হবে, দেশের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করতে হবে, কোনো প্রকার মাদকের সাথে স¤পৃক্ত থাকা যাবেনা, জঙ্গী ও সন্ত্রসী হওয়া যাবে না। এসময় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বক্সনগর ইউনিয়ন ছাত্রলীগের পূর্বে গঠিত কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনে সকলের সহায়তা চান।
সাবেক বক্সনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রিমন দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, নবাবগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আমির হোসেন কুটি, বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মো. শাহীন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ স¤পাদক দেলোয়ার কবির, সাংগঠনিক স¤পাদক মো. পলাশ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ স¤পাদক আসাদুজ্জামান রনি, কামরুজ্জামান সবুজ, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন সিকদার, সাধারন স¤পাদক নাহিদুল আলম নাদিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com