সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

নবাবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল নয়াকান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়ী যাবার ঘটনাকে কেন্দ্র করে মোকলেছুর রহমান(৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছে। এ ঘটনায় বুধবার ভোর রাতে নবাবগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় নয়াকান্দা বাজারের কাছে কয়েকজন জড়ো হয়ে মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মোকলেছের সাথে বাকবিতন্ডা করে। এক পর্যায়ে প্রতিপক্ষের মোজাম্মেল, জুয়েল, ফয়সাল, কায়েছ মোকলেছের উপর হামলা করে। তাঁকে হাতুড়ী, হকিষ্টিক ও টেঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেরানীগঞ্জের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত মোকলেছের ভাতিজা পায়েলের কাছে মোটরসাইকেল চাইতে যায় মোজাম্মেলের চাচাতো ভাই শাওনসহ কয়েকজন। মোটরমাইকেল না দেয়াতে তাঁরা ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটায়। তাঁরা পায়েলকেও আঘাত করে।

সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ভোরে নয়াকান্দা গ্রাম থেকে জমিলা বেগম(৫০), মোজাম্মেল হোসেন (৬০) ও বিল্লাল হোসেন(৫০)কে গ্রেপ্তার করে। তাঁদেরকে আজ বুধবার দুপুর ১২ টায় আদালতে প্রেরণ করে।

নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, ওরা এলাকার সন্ত্রাসী। আমার স্বামীকে পুর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে মেরে ফেলেছে। আমি সব সন্ত্রাসী ও খুনিদের বিচার চাই।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বিয়ে বাড়ী যাওয়ার জন্য একটি মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। নিহতের স্ত্রী ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক তিন জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com