সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
নবাবগঞ্জ দোহার প্রতিনিধিঃঃ
ঢাকার নবাবগঞ্জের বক্সনগর ইউপির কোমরগঞ্জ এলাকা থেকে ১শত দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী আকাশ মন্ডলকে আটক করে নবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের কর্মকর্তারা। সে ঐ গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে।
৩১ জানুয়ারী বুধবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের কর্মকর্তা মো. ওসমান কবিরের নেতৃত্বে আকাশকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১শ দশ পিস ইয়াবা পাওয়া যায়।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের কর্মকর্তা ( সুপার) মো. ওসমান কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আকাশ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাকে আটক করে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।