বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

নড়াইল-২ ও ১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি ও মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা

নড়াইল প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে নড়াইল-২ আসনে মাশরাফির বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এড. সোহরাব হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, লোহাগড়া আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি ও মাশরাফির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।

অপরদিকে, কালিয়ায় নড়াইল-১ আসনে বি এম কবিরুল হক মুক্তির পক্ষে সহকারী রিটার্নিং অফিসার রুনু সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন কালিয়া পৌরসভার মেয়র ফকির মুসফিকুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামিমুর রহমান ওসি, কালিয়া পৌরসভার মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হিরা, বি এম কবিরুল হক মুক্তির পিএস হিরা প্রমূখ।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাশরাফির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্রিকেট তারকা মাশরাফিকে নড়াইল-২ আসনের নৌকা প্রতীক দিয়েছেন। আমরা আগামী জানুয়ারীর ৭ তারিখে উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে মাশরাফিকে বিপুল ভোটে বিজয়ী করে আনব। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে তিনি সবাইকে আহ্বান জানান।

মনোনয়নপত্র জমাদানকালে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com