রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় দাড়ার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

তিনি বলেন, খাল ও পুকুর সংস্কার খুব ভালো উদ্যোগ। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালটি পুনঃখনন করার মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন। কৃষির উন্নয়ন হবে।

অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর আলোচনা করেন।

বন্দনা রানীর সঞ্চালনায় এবং দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি রাজ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন-জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার রায়হানুল ইসলাম চৌধুরী, জাহিদুর রহমান, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, ১৩১০ মিটার খালটি পুনঃখননের ফলে এ অঞ্চলের প্রায় ১০ হাজার একর কৃষি জমি সারা বছর ফসল উৎপাদনের আওতায় আসবে। এতে অন্তত ২০ হাজার কৃষক সুফল ভোগ করবেন। শুষ্ক মৌসুমে পানির ব্যবহার নিশ্চিত হবে। ফলে জলবায়ু সহিষ্ণু উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়ন তরান্বিত হবে। দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির বাস্তবায়নে পুনঃখনন কার্যক্রম চলছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com