শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিক নড়াইল-লোহাগড়া মহাসড়কের আশ্রয়ন প্রকল্পের সামনে মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (৩০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৩৫) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (৩৮)। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের দাদির মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিল চারজন। পথে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন একজন।
স্থানীয়রা আহত কুইন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।