সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

নওগাঁর আত্রাইয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

রওশন আরা পারভনি শিলা, নওগাঁ প্রতিনিধি::
লাগাতার শৈত্য প্রবাহ াার ঘন কুয়াশায় বিপর্যস্ত আত্রাইয়ে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি পোটাতে “ মানুষ –মানুষের জন্য” স্লোগানকে সামনে রেখে ‘নওদুলী বাজার বহুমূখী সমবায় সমিতি লিঃ নামে একটি বেসরকারী সংগঠন মনিয়ারী ইউপির বসবাসরত প্রতিবন্ধী,হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১৭ জানুয়ারী বুধবার সকাল ১১টায় নওদুলী বাজার এলাকায় সংগঠনটির অফিস প্রাঙ্গনে“ দি ফার্মস ব্যাংক লিঃ নওগাঁ শাখা ব্যবস্থাপক এ এইচ এম ইলিয়াস আহম্মেদ চৌধুরী (রাসেল ) এর ব্যবস্থাপনায় নওদুলী বাজার বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাংবাদিক রওশন আরাপারভীন শিলা, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, সহকারী পরিদর্শক সমবায় অফিস আত্রাই, জুলহাস উদ্দিন বিশ^াস, অফিস সহকারী জাকির হোসেন,নওদুলী বাজার বহুমূখী সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা মাসুদ রানা, সাধারণ সম্পাদক রঞ্জু মন্ডল, মনিয়ারী ইউপি সদস্য রবিউল ইসলাম রতন,সাইদুজ্জামান পলাশ প্রমূখ। পরে প্রধান অতিথি অসহায়,দরিদ্র শীতার্তদের মার্ঝে ৫শত শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। ‘নওদুলী বাজার বহুমূখী সমবায় সমিতি লিঃ সংগঠনের নৈতিক দায়িত্ব দুঃস্থ শীতার্তমানুষের পাঁশে দাড়ানো।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com