সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
সাভার (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এসময় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দোতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যায়। এসময় এলাকাবাসী ছুটে গিয়ে সেখানে আগুন দেখতে পান। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ অবস্থায় আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তাকে (২১) উদ্ধার করেন। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, দগ্ধ দম্পতির গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়।