মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

দৌলতপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে শনিবার সকাল ১০ টায় এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় দৌলতপুর থানা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মো: কুতুব উদ্দিন আহাম্মেদ।

প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মো: জাকির হোসেন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল।

কর্মী সভায় দৌলতপুর থানা বিএনপির ১৪ টি ইউনিয়নের বিএনপি’র অঙ্গ সংগঠনের হাজার হাজার নেত্রী কর্মী অংশ নেয়। স্মরণকালের এ কর্মী সভায় দৌলতপুর পাইলট হাই স্কুল মাঠে জনসমুদ্রে পরিণত হয়। কয়েক কিলোমিটার জুড়ে বিএনপির নেতাকর্মীদের ঢল লক্ষ্যনীয় ছিল। কর্মী সভা শেষে দৌলতপুর থানা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয় আগামীতে নতুন কমিটি উপহার দেয়া হবে বলে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com