শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

দোহারে লায়নসের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

দোহারে লায়নসের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ থেকে॥ ঢাকার দোহারের নয়াবাড়ী হাতনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লায়নস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় লায়নস ক্লাব অব ঢাকা রোজের মূখ্য উপদেষ্টা লায়ন খন্দকার আবু আশফাকের পৃষ্ঠপোষকতায় চক্ষু সেবার কার্যক্রম অনষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন লায়ন আবু শফিক মখন্দকার মাসুদ। এসময় প্রায় ১ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু সেবা, চশমা এবং ওষুধ বিতরণ করা হয়। গ্রামের দুস্থ অসহায় নারী পুরুষ লায়নস ক্লাবের সেবা পাচ্ছে।

অনুষ্ঠানে লায়ন খন্দকার আবু আশফাক বলেন, দোহার নবাবগঞ্জ আমার নিজের এলাকা। এ অঞ্চলের মানুষ আমার লড়াই সংগ্রামে প্রেরণা যুগিয়ে অসহায় মানুষের সেবা কাজে উৎসাহিত করেছে। সেই দায় থেকেই চক্ষু রোগীদের জন্য কাজ করতে পাশে আছি। সারাজীবনই আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আপনাদের সকলকে নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। আপনাদের সেবক হয়ে সার্বক্ষণিক কাজ করাই আমার অঙ্গীকার।

এদিকে দোহার নবাবগঞ্জে গত কয়েক মাসে এ সংস্থার উদ্যোগে ৮/১০টি বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়নস ফাউন্ডেমনের চেয়ারম্যান এ কেএম রেজাউল হক ঝনু, জেলা গর্ভনর লায়ন মোহাম্মদ সেলিম মিয়া, সিরাজুল ইসলাম বাবু, আবুল হাশেম প্রমুখ।

উল্লেখ্য, খন্দকার আবু আশফাক ঢাকা জেলা বিএনপির বর্তমান সভাপতি। এছাড়া একাধিকবার জনতার ভোটে নির্বাচিত নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com