রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

দোহারে বিএনপির নেতাকে গুলি করে হত্যা

দোহারে বিএনপির নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে তিন যুবক এসে হঠাৎ গুলি করে চলে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫)। এরপর গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এ গিয়ে এসে তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষনা করে।

নিহত বিএনপির নেতা হারুন মাষ্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। আজ বুধবার সকাল ৬টায় বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে। হারুন মাষ্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচায় হাটঁতে বের হয়। এসময় তিন যুবক তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

দোহারে বিএনপির নেতাকে গুলি করে হত্যা

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের নুসরাত তারিন বলেন, তাঁর মাথা ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছ‚ দিন যাবত নয়াবাড়ীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই জের হিসেবে ঘটছে কি না খতিয়ে দেখতে হবে। এছাড়া স্থানীয় বালু ব্যবসা নিয়েও টানাপোড়েন আছে বলে একাধিক সূত্র জানায়।

এদিকে খবর পেয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনাস্থ পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা  আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com