শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: মাহফিল থেকে ফেরার পথে ২০ বছরের এক তরুনীকে তুলে নিয়ে তিন বখাটে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার দোহার উপজেলার ডায়ারকুম এলাকায় গত ৮ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। ওই তরুনী বাদী হয়ে সোমবার রাতে দোহার থানায় একটি মামলা করে।
এঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, গত ৮ নভেম্বর রাতে ডায়ারকুম এলাকায় ওয়াজ মাহফিল থেকে ওই তরুনী বাসায় ফিরছিলো। এসময় পূর্বপরিচিত জাহিদ খান তাঁকে রাস্তায় পৌছে দিতে যায়। এরই মধ্যে জাহিদ তাঁর আরো দুই বন্ধু আনোয়ার হোসেন ও সোহান বেপারীকে ফোন করে। মটরসাইকেল যোগে তাঁরা সেখানে উপস্থিত হয়। তরুনীকে নিয়ে তাঁরা পাকা রাস্তার কাছে গিয়ে রিপনের কাঠ বাগানের দিকে যেতে চায়। এসময় তরুণী প্রতিবাদ করলে জাহিদ তাঁকে মুখ আটকে ধরে। অপর দুই জন ওই তরুণীকে তুলে কাঠ বাগানে নিয়ে যায়। এরপর বখাটেরা ওই তরুনীকে পালাক্রমে পাশবিক নির্যাতন করে। মেয়েটি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে রেখেই বখাটেরা পালিয়ে যায়। ভোরে তরুণীর জ্ঞান ফিরে আসলে সে বাসায় গিয়ে পরিবারকে জানালে তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দোহার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম সুমন বলেন, ভিকটিম এখন কিছুটা সুস্থ্য আছে। ঘটনায় জড়িত সোহান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।