মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

দেশের শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি:: আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্রীমঙ্গলে আজ ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে। গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। বিশেষ করে, রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে।

এদিকে, পর্যটননগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও শীতের দেখা পেয়েই আবার অনেকই খুশি। তারা বলেন, ঠান্ডার মধ্যে ঘুরতে একটু বেশি মজা লাগছে।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশেয়া বেগম বলেন, এখানে এত ঠান্ডা, আগে বুঝিনি, ঢাকায় গরম। সন্ধ্যার পর চা বাগান এলাকায় শীত বেশি। সকালে কুয়াশা ভেদ করে রোদ ওঠায় শীত তেমন গায়ে লাগছে না।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, টহলে রাতের বেলা বের হয়ে চা-বাগান এলাকায় গেলে মারাত্মক ঠান্ডা থাকে। ঘন কুয়াশা থাকে, কিছু দেখা যায় না। চালককে টহল গাড়ি চালাতে বেগ পেতে হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com