শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়ার পালা—তারেক রহমান

দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়ার পালা---তারেক রহমান

লালমনিরহাট প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশকে গড়বার পালা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশে শুধু মেধা, মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক থাকলে হবেনা, মেধাবী খেলোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। এজন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবো। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুন কুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।

তারেক রহমান বলেন, সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়ার, সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যত প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রতিবেশী দেশের এক নেতা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে যে নির্দেশনা দিয়েছেন একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। তিনি বলেন, আপনার অনেক বড় দেশ আমরা ছোট দেশ এত সৈনিক না থাকলেও আমাদের ১৪/ ১৫ কোটি মানুষের যে সোলজার বাহিনী রয়েছে তা দিয়ে আমরা শত শত বাধা অতিক্রম করতে পারব। আমাদেরকে ভয় ভীতি দেখাবেন না।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায়। বিএনপি শুধু রাজনীতি নিয়ে থাকে না খেলাধুলাসহ নানা সামাজিক কর্মসূচি নিয়েও কাজ করে। জনগণের কথা ভাবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ষষ্ঠ আসরে রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ ১০টি বিএনপি’র ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলায় পঞ্চগড় জেলা বিএনপি টাইব্রেকারে রংপুর জেলা বিএনপি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com