শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দোহার, ঢাকা এবং উপজেলা প্রশাসন, দোহার, ঢাকা এর যৌথ সহযোগিতায় দোহার উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সম্মেলন কক্ষে রোববার সকাল ১০টার সময় “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।” শীর্ষক সেমিফাইনাল পর্ব “দুর্নীতিবিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা-২০২৫” অনুষ্ঠিত হয়।
ডাঃ মোঃ মহিউল মিল্লাত, সহ সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দোহার, ঢাকা এর সভাপতিত্বে, জনাব ইন্জি. মোঃ আবুল কাশেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দোহার, ঢাকা এর সঞ্চালনায় ও পরিচালনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী অফিসার, দোহার, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন রকিব হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার, দোহার, ঢাকা এবং জনাব প্রকৌঃ নুর উদ্দিন আহমেদ, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জনাব মোঃ নুর ই আলম সিদ্দিক ও জনাব ফারুকী আজম।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
প্রধান বিচারক ডাঃ মোঃ শামীম হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার, দোহার, ঢাকা, বিচারক মোঃ তুরাজ, উপজেলা কৃষি অফিসার, দোহার, ঢাকা, বিচারক মোঃ আবদুস সাত্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, দোহার, ঢাকা এর সমন্বয়ে বিতর্ক প্রতিযোগীতার বিচারকার্য সম্পাদিত হয়। ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়, কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজয় লাভ করে ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয় ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের ফাইনাল প্রতিযোগিতা আগামী বুধবার (২৯ জানুয়ারী) অনুষ্ঠিত হবে। বিষয়: “প্রতিকার নয়, প্রতিরোধ ই দুর্নীতি দমনের সর্বোত্তম পম্থা।”