শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট: : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী মঙ্গলবার সকালে চট্টগ্রামে পৌঁছেছেন। বেলা ১১টায় হযরত শাহ আমানত বিমানবন্দরে নামার পর তিনি হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রণব মুখার্জি।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয় ভারতের সাবেক এ রাষ্ট্রপতিকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করবে। সেখানে দুপুরে ভোজেও অংশ নেবেন তিনি।
এরপর বিকেলে প্রণব মুখার্জি যাবেন রাউজানে। সেখানে রাউজান কলেজের পশ্চিমে নির্মিত মাস্টার দা সূর্যসেন চত্বর, ভাস্কর্য ও তোরণ এলাকা পরিদর্শন করবেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর মাস্টার দা সূর্যসেন পাঠাগারের উদ্বোধন করবেন। পরে সেখান থেকে রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের বাড়িতে যাবেন তিনি। রাতে তার হোটেল রেডিসন ব্লু’তে একটি সুধী সমাবেশে অংশগ্রহণের কথা রয়েছে।
পাঁচ দিনের ব্যক্তিগত সফরে রোববার ঢাকায় পৌঁছান প্রণব মুখার্জী। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে।