সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: দুই কোরিয়ার নাগরিকদের জন্যে ঐক্যের ডাক দিয়েছে উত্তর কোরিয়া। গত বুধবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের বিরল ঘোষণা দিয়ে বলা হয়, দুই কোরিয়া ছাড়াও বিশ্বের যেখানে কোরিয়ার নাগরিক আছে তাদের এধরনের ঐক্যে প্রক্রিয়ায় যোগ দেওয়া প্রয়োজন। দুটি কোরিয়া মিলে একটি বেসামরিক এলাকা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে এ ঐক্য প্রক্রিয়ায়।
উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া থেকে এ ঐক্য প্রক্রিয়ার ডাক দিয়ে বলা হয়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের উচিত যোগাযোগ, ভ্রমণ ও সহযোগিতা বৃদ্ধি করা যাতে করে দুই কোরিয়ার নাগরিকদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস মুছে ফেলা যায়। এবং এধরনের প্রক্রিয়া ব্যাপকভিত্তিক হওয়া প্রয়োজন।