শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

তারেকের পক্ষে যুক্তি দিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় ‘পলাতক’ তারেক রহমানের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছিল সরকার। আর তিনিই এই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ার‌ম্যানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছেন।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন আবুল কালাম মো. আকতার হোসেন। ২২ জানুয়ারী সোমবার তিনি প্রথম দিনের মতো তিনি যুক্তি উপস্থাপন করেন। আগামীকালও তিনি তারেক রহমানের পক্ষে যুক্তি দেবেন আদালতে।

এই মামলায় এর আগে রাষ্ট্রপক্ষ তারেক রহমানের মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে। রাষ্ট্রপক্ষের সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘তারেক রহমানের এ ঘটনার সাথে জড়িত ছিলেন তা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের কাছে তারেক রহমানের সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছিল।’

তবে তারেকের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এ মামলায় আসামি করা হয়েছে। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ সুপ্রতিষ্ঠ করতে পারেননি। মামলায় তারেক রহমানের খালাস চাইবেন তিনি।

ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন জেলখানার সামনে একটি পুরনো ভবনে ঢাকার দ্রুত বিচার আদালত-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে বিচারকাজ চলছে।

বেলা পৌনে দুইটা পৌনে তিনটা পর্যন্ত দেয়া যুক্তিতে তারেকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, ‘এ মামলায় ৪০৮ জন সাক্ষীর কেউই তাদের জবানবন্দিতে তারেক রহমানের নাম বলেনি। ৬১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ থেকে অধিকতর তদন্তের আবেদন করা হয়।’

‘মামলাটির এজহারে দায়ের করা হয়েছে তখন এবং পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ চারটা জিডি করেছিলেন। প্রকৃতপক্ষে তারা অভিযোগ হিসেবে দায়ের করেছিলেন। পরে জিডি হিসেবে গ্রহণ করা হয়েছিল। সেখানে উনার (তারেক রহমান) নাম ছিল না। পরবর্তী পর্যায়ে এক থেকে পাঁচ নম্বর আইও (তদন্ত কর্মকর্তা) ৪০৮ জন সাক্ষী সম্বলিত একটি চার্জশিট দাখিল করা হয়েছিল সেখানেও উনার নাম ছিল না। সেখানেই এই মামলার ঘটনার উৎস, গ্রেনেডের উৎস, আসামিদের সম্পৃক্ততা, ষড়যন্ত্র, বিভিন্ন বিষয়গুলো এখানে ছিল।’

‘পরবর্তীকালে উনি (তদন্ত কর্মকর্তা) একটা ইনভেস্টিগেশন করেছেন, সেখানে হাওয়া ভবনের কথা উল্লেখ করা হয়েছিল। উনি একটা খসড়া মানচিত্র তৈরি করেছিলেন, সেখানে স্থানীয় কোনো সাক্ষী নাই। আশেপাশের কোনো সাক্ষীরও সম্পৃক্ততা নাই। এ কারণে আমরা মনে করছি রাজনৈতিকভাবেই তাকে সম্পৃক্ত করা হয়েছে।’

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ঘটে। প্রকাশ্য জনসভায় নজিরবিহীন হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ নেতা-কর্মী আহত হন। আওয়ামী লীগ সভাপতি ও সে সময়কার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার জন্য ছোড়া গ্রেনেড থেকে নেতারা তাকে রক্ষা করেন মানববর্ম বানিয়ে। নেত্রীকে বাঁচাতে গিয়ে জীবন দেন তার একজন দেহরক্ষী।

শুরু থেকেই এই হামলার জন্য সে সময় ক্ষমতায় থাকা বিএনপির সম্পৃক্ততার অভিযোগ করে আসছিল আওয়ামী লীগ। কিন্তু ওই আমলে সরকার মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

আর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তদন্তে শেষে বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুর সালাম মিণ্টুকে আসামি করা হয়। ২০০৮ সালে দেয়া অভিযোগপত্রে পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্তে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩০ জনকে আসামি করা হয়।

এই মামলার আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের জবানবন্দির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে যেখানে তিনি গ্রেনেড হামলার পরিকল্পনায় তারেকের অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট করেন। মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে অন্য একটি মামলায়। তাই গ্রেনেড হামলা মামলায় আসামির তালিকা থেকে তার নাম বাদ গেছে।

মুফতি হান্নান তার জবানবন্দিতে বলেন, হাওয়া ভবনে একাধিক বৈঠকে তারেক রহমান, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কয়েকজন এই হামলার ছক কষেছেন।

এ বিষয়ে তারেকের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, ‘গ্রেনেড হামলা যখন হয় তখন তারেক রহমান বিএনপির নেতৃস্থানীয় কোনো লোক ছিলেন না। তিনি এমপি ছিলেন না। তিনি প্রশাসন যন্ত্রের সঙ্গে কোনভাবেই জড়িত ছিলেন না। সেখানে উনি এই নির্দেশ দেয়ার কোনো ক্ষমতা রাখেন না।’

‘হাওয়া ভবনটা তারেক রহমানের কার্যলয় দেখানো হয়েছে। কিন্তু হাওয়া ভবনে তারেক রহমানের কোনো কার্যালয় ছিল না। সেটা ছিল বিএনপির কার্যালয়। তারেক রহমানের যে কথাটা বলা হয়েছে যে, তিনি সেখানে উপস্থিত থেকে তাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিতে পারেন না। কারণ এ ধরনের ক্ষমতা তো তার কাছে ছিল না।’

তারেকের আইনজী বলেন, ‘মুফতি হান্নানকে ২০০৫ সালে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে উনাকে সিলেটে সাবেক রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছিল ২০০৬ সালের নভেম্বর মাসে। পরবর্তীতে তিনি রমনা বটমূলের একটা মামলায় ১৬৪ ধারায় একটা জবানবন্দি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেই ১৬৪ ধারার জবানবন্দিতে উনি কোথাও বলেন নাই, অন্যান্য সাক্ষীরা বা মুফতি হান্নান কোথাও বলেন নাই যে উনি (তারেক রহমান) এই মামলায় সম্পৃক্ত আছেন।’

‘সেখানে বলা হয়েছিল কীভাবে ঘটনা ঘটানো হয়েছিল, গ্রেনেডগুলো কিভাবে সংগ্রহ করা হয়েছিল, কোথায় সেগুলো রাখা হয়েছিল, কীভাবে সরবারহ করা হয়েছিল এবং ২১ আগস্ট যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, অর্থাৎ বোমাগুলো যারা মেরেছে তাদের নামগুলো সেরকমভাবেই আসছে।’

‘পরবর্তীকালে মুফতি হান্নান সেটি প্রত্যাহারের জন্য একটি আবেদন করেছেন তা পেইন্ডিং আছে আদালতে।’

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর চিকিৎসার জন্য ‘প্যারোলে’ মুক্তি পান তিনি। কিন্তু প্রায় ১০ বছরেও তিনি দেশে ফেরেননি। এই সময়ের মধ্যে তারেক ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দুর্নীতির একাধিক, ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুকে কটূ্ক্তি অভিযোগে বহু মামলার আসামি হয়েছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ আসামি কারাগারে রয়েছেন।

খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার প্রথম দিককার তিন তদন্ত কর্মকর্তা সুপার রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান ও আব্দুর রশীদ এবং সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে।

আর তারেক রহমান, বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জন আসামি পলাতক।-ঢাকাটাইমস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com