শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

তরুন প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আ’লীগ মত পরিনতি হবে: হাসানাত আবদুল্লাহ

তরুন প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আ'লীগ মত পরিনতি হবে: হাসানাত আবদুল্লাহ

নিজস্ব সংবাদদাতা:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিনতি হয়েছে, তাদেরও সেই পরিনতি হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া অংশ গ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিলো। আওয়ামী লীগের রাজনীতি পুনর্ভাসিত হবে কি না, তা আলোচনার বিষয় নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহবায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী প্রমুখ।

এছাড়াও সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও সোনারগাঁয়ের কাঁচপুরে পথসভা ও লিফলেট বিতরণ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com