বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

ঢাকার তেজগাঁওয়ে ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

অনলাইন ডেস্ক ।।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে রাজধানী অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেলক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।

ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকালে লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com