বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

ডিবি পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই কর্মকর্তাদের গ্রেফতার করেছে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২২ জানুয়ারী সোমবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা কাউকে গ্রেফতার করলে তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে, তাই তাদের গ্রেফতার করা হয়েছে। তার মতে, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। তদন্ত শেষ হলে বোঝা যাবে তারা কতটুকু দোষী কিংবা কোনো অপরাধ করেছে কি না।

প্রসঙ্গত, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে মোহাম্মদপুরের বসিলা সড়ক থেকে ‘অপহরণ’ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার। এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি জিডি করা হয়। জিডিতে বলা হয়, শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর বছিলা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গেছে।

এছাড়া গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বনানী থেকে উচ্চমান সহকারী নাসিরউদ্দিনকে ‘অপহরণ’ করা হয় বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায়ও রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নাসিরের শ্বশুর আব্দুল মান্নান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com